শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৩-২৪ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে শীতকালীন বিভিন্ন জাতের সবজির আবাদ বৃদ্ধির জন্য স্কুল পর্যায়ে, আশ্রয়ণ প্রকল্প এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ভেদীকুড়া উচ্চ বিদ্যালয়ে ওই বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অফিসার মওদুদ আহমেদ, প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. আবু সাঈম, নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভেদীকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, নালিতাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগণ, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: