ভালুকায় মা'কে গালাগালি, প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ২৯ জানুয়ারী ২০২৪, ২১:২৩

প্রতীকী ছবি
ময়মনসিংহের ভালুকায় বড় ভাইয়ের দা'র কুপে আহত ছোট ভাই কৌশিক আহমেদ (৩৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনার পর থেকে বড় ভাই কাউসার আহমেদ (৪০) পলাতক রয়েছেন।
 
সোমবার (২৯ জানুয়ারী) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 
এর আগে গত ২১ জানুয়ারী সকাল ১০ টার দিকে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৌশিক আহমেদ ওই এলাকার আলী আহমেদ'র ছেলে। আসামী কাউসার আহমেদ নিহতের বড় ভাই।
 
ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বড় ভাই কাউমার আহমেদ ও ছোট ভাই কৌশিক আহমেদ এক সাথে ফিসারি এবং ব্রয়লার মুরগির ব্যবসা করতেন। ঘটনার সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বড় কাউসার আহমেদ তার মা কুলসুম বেগম গালাগালি করেন। এসময় ছোট কৌশিক আহমেদ প্রতিবাদ করেন। এই নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই কাউসার দা দিয়ে ছোট ভাই কৌশিকের ডান পা'য়ে হাটুর উপরে কুপ দেয়। এতে কৌশিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা কৌশিক আহমেদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তিন আগে ছুটি নিয়ে কৌশিক তার শ্বশুরবাড়ি চলে যায়। গতকাল রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন কৌশিক আহমেদ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টায় মারা যায়।
 
এসআই কাজল হোসেন বলেন, এই ঘটনায় গত ২২ জানুয়ারী নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ভালুকা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
 


আপনার মূল্যবান মতামত দিন: