নালিতাবাড়ীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৯ জানুয়ারী ২০২৪, ১৫:৪৫

নালিতাবাড়ীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
 
এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) আব্দুর লতিফ মিয়া, প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল প্রমুখ। সঞ্চালনা করেন প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন আবু সাঈম।উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।


আপনার মূল্যবান মতামত দিন: