লোহাগাড়া উপজেলার কলাউজান নাথপাড়া সার্বজনীন মহাশ্মানের আধুনিকায়ণের লক্ষ্যে এক সুধি সমাবেশ আজ ২৬ জানুয়ারি মহাশ্মশান পরিচালনা পরিষদ সভাপতি রাজীব কান্তি নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশুতোষ নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপক চন্দ্রশেখর মল্লিক ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী।
এতে অতিথি ছিলেন বাঁশখালী ভোলানাথ মন্দির ও মহাশ্মশান এর কোষাধ্যক্ষ সুকুমার চৌধুরী, বাগীশিক কেন্দ্রীয় সংসদ সহ নিরীক্ষা সম্পাদক সুমন কান্তি শীল, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদ সভাপতি সুকুমার দেবনাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন শীল, বাঁশখালী উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভট্টাচার্য, সমাজকর্মী অর্ণব দাশ ও নিমকালী মন্দির পূজা উদযাপন পরিষদ দপ্তর সম্পাদক সজীব দাশ। মহাশ্মশান উপদেষ্টাদের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রীমৎ সাগর সাধু, আনন্দ মোহন নাথ, অধর নাথ টিপু, অধর নাথ, ইউপি পরিষদ মেম্বার আব্দুর রহিম , পাঁচকড়ি নাথ, শিক্ষক বলরাম দেবনাথ, প্রিয়তোষ দেবনাথ, মাখন দেবনাথ ও কাঞ্চন দেবনাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহাশ্মশানের সীমানাপ্রাচীর সংস্কার, প্রবেশদ্বার নির্মাণ, শবাগার নির্মাণ ও মন্দির সংস্কার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জন্ম দিয়ে মানুষের জীবন শুরু। মৃত্যু দিয়ে একটি জীবনের অবসান ঘটে। মৃত্যু ও শ্মশান একই সূত্রে গাথাঁ। শ্মশান মানুষের শেষ ঠিকানা। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শ্মশানের পবিত্রতা রক্ষা করা সবার সামাজিক দায়িত্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে মহাশ্মশানের প্রধান পৃষ্টপোষক হিসেবে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করেন মহাশ্মশান পরিচালনা পরিষদ অর্থ সম্পাদক খোকন নাথ।
পরে প্রয়াত সনাতনীসহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: