ঘোড়াঘাটে চার্জার ভ্যান চালকের মরদেহ উদ্ধার

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ২৪ জানুয়ারী ২০২৪, ১৯:৪৯

ঘটনাস্থলে থানা পুলিশ ও স্থানীয়দের ভীড়।

দিনাজপুরের ঘোড়াঘাটে আবাদি জমির সেচ ড্রেন থেকে ফরহাদ হোসেন(৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার সিংড়া ইউনিয়নের 'ভাতছালা' এলাকার জমির ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন সেচ ড্রেনের মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে পুলিশ বেতার বার্তা থেকে জানতে পারে নিহত ব্যক্তির বাড়ি পাঁচবিবি উপজেলাতে। পরে নিহতের ভাই ইউপি সদস্য শাহাজাহান আলী ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন।

নিহতের ভাই শাহাজাহান আলী জানান, গত রবিবার (২১ জানুয়ারি) বিকাল থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি সাধারণত ডায়েরি করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ধারণা করা হচ্ছে তাকে গতকাল হত্যা করা হয়েছে। তার ব্যবহারিত ভ্যান নিখোঁজ রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: