সিঙ্গাপুর এসবিএস এর অ্যানুয়াল কমিউনিটি ডিনার অনুষ্ঠিত

শাহাদাত রাসেল চৌধুরী | ২৩ জানুয়ারী ২০২৪, ১৫:৫৩

সিঙ্গাপুর এসবিএস এর অ্যানুয়াল কমিউনিটি ডিনার অনুষ্ঠিত
আওয়ার কমিউনিটি আওয়ার  রেস্পন্সিবিলিটি,এই স্লোগানকে সামনে রেখে সিঙ্গাপুরে আয়োজিত হয়ে গেল সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি ( এস বি এস এর) অ্যানুয়াল কমিউনিটি ডিনার ২০২৩ । সিঙ্গাপুরের মাটিতে  দীর্ঘ ৪৩ বছর ধরে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে  কমিউনিটিতে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে  এসবিএস। 
 
রবিবার সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি অ্যানুয়াল কমিউনিটি ডিনার অনুষ্ঠানের প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর সরকারের  প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়  এবং জাতীয় উন্নয়ন মন্ত্রণালয়ে  নিযুক্ত  ডঃ মোঃ ফয়সাল ইব্রাহিম   সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সিঙ্গাপুরে বাসবাসরত বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের কমিউনিটি ভারসাম্য রক্ষার পাশাপাশি কিভাবে  বিভিন্ন ক্ষেত্রে কাজ করা যায় এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, পাশাপাশি বাংলাদেশের কমিউনিটির মাধ্যমে কিভাবে সিঙ্গাপুরে বাংলাদেশী কালচারাল উন্নয়ন  করা যায়  এসব বিষয় নিয়ে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন,এচাড়াও বিভিন্ন পেশাদার ব্যক্তিদের মতামতের ভিত্তিতে বিভিন্ন বিষয়ের সাথে কাজ করার আহবান জানান।  অনুষ্ঠানে বাংলাদেশিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে  গান, নাচ নিত্যের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন কালচার তুলে ধরা হয়, আমন্ত্রিত অতিথিদের জন্য রাতের  খাবারের  আয়োজন করা হয়। বাংলাদেশি কমিটির পক্ষ থেকে  সিঙ্গাপুরে এমন মিলন মেলার অব্যহত  আয়োজন  করার জন্য  প্রবাসীরা অনুরোধ করেছেন I র‍্যেফেলড্রো এর   মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয় প্রথম পুরুষ্কার  ছিল সিঙ্গাপুর টু বাংলাদেশ বাংলাদেশ টু সিঙ্গাপুর এয়ার টিকেট এবং  ৪৩ ইঞ্চি টিভি, সিঙ্গাপুর টু সিঙ্গাপুর ফ্লাইট টিকেট।আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি কৃত্বগতা প্রকাশ করা হয় এবং আগামিতে এমন আয়োজনে সকলের সহযোগিতা কাকমনা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: