গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে রুহুল হান্নান রুজাগংদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আইবুল খন্দকার।
অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত.নবাব আলী খন্দকারের পুত্র আইবুল খন্দকারগং ও একই এলাকার মৃত.রওশন আলী খন্দকার এর পুত্র রুহুল হান্নান রুজাগংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত ঝামেলা চলে আসছিল।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭.৩০ টায় প্রতিপক্ষ রুহুল হান্নান রুজাগং তাদের নিজ ভাঙ্গা ঘরে আগুন লাগিয়ে আইবুল খন্দকারগংদের ফাঁসানোর চেষ্টা করেছেন দাবী আইবুল খন্দকারের।
পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রুহুল হান্নান রুজার বাড়ি চারপাশ ঘেরা সেখানে বহিরাগত কেউ আগুন লাগানোর প্রশ্নই আসে না। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ রুহুল হান্নান রুজার সাথে কথা হলে তিনি জানান, আমি ৬/৭ মাস থেকে বাইরে থাকি। নিজেদের ঘরে আগুন আমি কেন লাগাবো!
সচেতন মহল বলছেন, জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আইন আদালত আছে। সমাজে এভাবে বিশৃঙ্খলার সৃষ্টিতে শান্তি বিনষ্ট করে। প্রশাসন তৎপর হলে সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য।
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ রুহুল হান্নান রুজার সাথে কথা হলে তিনি জানান, আমি ৬/৭ মাস থেকে বাইরে থাকি। নিজেদের ঘরে আগুন আমি কেন লাগাবো!
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: