রাতে শীর্তাতদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি  | ১৪ জানুয়ারী ২০২৪, ২১:১৩

রাতে শীর্তাতদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও

পৌষ মাসে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় মানুষ। এমন কিছু মানুষ আছে গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়। এত কষ্টের পরেও পরিবারের দুবেলা খাবারের যোগানে বের হয়ে যান কাজের সন্ধানে। আর এসব অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল।

 
শনিবার (১৩ জানুয়ারি) রাতে ইউএনও নারায়ণ চন্দ্র পাল ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমানকে উপজেলার মামার ঘাটসহ বিভিন্ন স্থানে প্রকৃত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।
 
এই শীতের রাতে একটি কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলোর মুখে হাঁসির ঝলক দেখা যায়। আবার কেউ কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন।
 
কম্বল পাওয়া একাধিক শীতার্ত জানান, শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে।
 
মোংলা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, উপজেলার প্রকৃত গরিব, বৃদ্ধ ও অসহায়দের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
 


আপনার মূল্যবান মতামত দিন: