'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১২ জানুয়ারি শুক্রবার বিকালে শেরপুর নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
শিশুর মনন বিকাশে সংস্কৃতি চর্চা শিরোনামে একুশে পাঠচক্রের ২৩তম আসর সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী। পাঠচক্রে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী সুধাংশু কালোয়ার, আ,র,ম বাকী বিল্লাহ,নসাদ্দাম হোসেন। উপস্থাপনা করেন নাট্যজন আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতিমান সাইদুল ইসলাম, শিক্ষক মাহমুদুল আহসান লিটন,শান্তি সাহা, শিক্ষক সজল কর্মকার, শিক্ষক অরুপ দেবনাথ,নশিক্ষক শঙ্করী সাহা, শিক্ষক অমিত চক্রবর্তী প্রমুখ।
পাঠচক্রে বক্তারা বলেন, বাঙালির নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যদি শিশুদের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি তাহলে তাদের চিন্তাচেতনার মধ্যে পরিবর্তন হবে, শিশু দেশপ্রেমিক হবে।সেই ভাবনা নিয়ে যদি কাজ করা যায় তাহলেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলা বাস্তবায়িত হবে।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন মাশুক,মিথিল সাহা,আবৃত্তি করেন শিক্ষক অরুপ দেবনাথ, গান পরিবেশন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী বৃন্দা সাহা,সেঁজুতি সাংস্কৃতিক একাডেমির শিক্ষক মনি গাঙ্গুলি, ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন।
একুশে পাঠচক্রে সর্বোচ্চ অংশগ্রহণের জন্য পুরস্কৃত হন মাশুক, মিথিল সাহা ও আসওয়াদ। শিশুদের হাতে পুরস্কার তুলে দেন আইনজীবী সুধাংশু কালোয়ার।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: