শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহ্যবাহী সুতানাল দিঘীর পাশে দুই ও তিন ফসলি আবাদি জমিতে লেয়ার মুরগির শিল্প খামার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় চার শতাধিক বাসিন্দা অংশ নেন।প্রকল্পটি বন্ধে পদক্ষেপ নিতে ইতিমধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে বলেও জানান তারা।
মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, আক্তার হোসেন, আক্তারুজ্জামান, জাহানারা বানুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্যারাগন নামে একটি কোম্পানী মধ্যমকুড়া গ্রামের মাঝখানে ৩৫ একর ফসলি জমি কিনে সেখানে লেয়ার মুরগীর খামার করতে চাচ্ছে। এ খামার হলে খামারের নিষ্কাশিত বর্জ্য ও দুর্গন্ধে গ্রামের পরিবেশের পাশাপাশি সুতানাল দিঘীর ক্ষতি হবে। নষ্ট হবে ফসলি জমি।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: