পটুয়াখালী পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা পোষণ করলেন বেল্লাল মৃধা 

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১২ জানুয়ারী ২০২৪, ১৭:৫৩

পটুয়াখালী পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা পোষণ করলেন বেল্লাল মৃধা 
জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আসছে পটুয়াখালী পৌরসভা নির্বাচন। কিছুদিন পরেই হতে পারে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা। আর এ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে মেয়র ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা।
 
এরই ধারাবাহিকতায় পটুয়াখালী পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা যুবলীগ নেতা মোঃ বেল্লাল হোসেন মৃধা। 
 
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় স্থানীয় ছোট চৌরাস্তা মৃধা বাড়ি প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কালাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বেল্লাল মৃধা বলেন, আমাকে যদি আপনার এলাকার মানুষরা অনুমতি দেন তবেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করবো। আর যদি অনুমতি না দেন তবে আমি আর মাঠে থাকবো না। আমার চাচা একজন দীর্ঘদিন জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী। আমি এই ক্ষমতার কখনো অপব্যবহার করিনি। আমার পরিবারের সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমি ছাত্রলীগ করেছি এখন যুবলীগ করছি। তবে আমার মনে পরেনা আমাকে দিয়ে বিএনপি বা অন্য কোন দলের মানুষ কখনো হামলা মামলা বা কোন ধরনের অস্বস্তিতে পড়েছে। আমার মা মারা গিয়েছে অনেক আগেই। বাবাও মৃত্যু বরণ করেছেন। আমি তাদের সেবা করার সুযোগ পাইনি। আমি আপনাদের সন্তান তাই আমি আপনাদের একটু সেবা করার সুযোগ চাই।
 
মতবিনিময় সভায় ৯নং এ ওয়ার্ডের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: