ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ৯ জানুয়ারী ২০২৪, ২১:২৬

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক।

দিনাজপুরের ঘোড়াঘাটে চাল বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য বজলুর রশিদ (৫৬) নিহত ও মোটরসাইকেলের পিছনে বসা নিহতের মেয়ে আহত হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার দামোদরপুর সোনামুখি বাজার মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রশিদ বুলাকীপুর ইউনিয়নের খোলসি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নিহত বজলুর রশিদ মোটরসাইকেল যোগে তার মেয়েকে নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি চিরিরবন্দর থানার আমবাড়িতে যাচ্ছিলেন। মহাসড়কের সোনামুখি বাজার এলাকা অতিক্রম করার পর দিনাজপুর থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাবেক ইউপি সদস্য বজলুর রশিদ নিহত হন এবং মোটরসাইকেলের পিছনে বসা তার মেয়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরে ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। এঘটনায় ট্রাকটি কে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: