দেবর-জায়ের বিরুদ্ধে বিধবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৩ জানুয়ারী ২০২৪, ১৮:৪১

দেবর-জায়ের বিরুদ্ধে বিধবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আঞ্জুমান আরা খাতুন (৫৫) নামে এক বিধবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের দেবর, জা ও দেবরের ছেলের বউয়ের বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার রুপনারায়কুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে শরীরে আগুন দেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে গত শুক্রবার সকালে মারা যান ওই নারী।

এ ঘটনায় গত রোববার নালিতাবাড়ী থানায় জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের একমাত্র কন্যা আকলিমা খাতুন। মামলায় অভিযুক্তরা হলো- নিহতের দেবর একই গ্রামের গিয়াস উদ্দিন (৫৫), জা আম্বিয়া খাতুন (৫০) ও তাদের ছেলের বউ মালেকা (২৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাগিচাপুর গ্রামের আবুল কাশেম এর মৃত্যুর পর তার স্ত্রী আঞ্জুমান আরা এবং একমাত্র কন্যা আকলিমার সাথে বসতভিটা নিয়ে বিরোধে জড়ায় মৃত আবুল কাশেম এর ছোট ভাই গিয়াস উদ্দিন। এ নিয়ে গ্রামে কয়েক দফায় শালিশি বৈঠকও হয়। গত সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে অভিযুক্তরা মিলে বিধবা আঞ্জুমান আরাকে ঘর থেকে টেনে বের করে পুকুর পারে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর জা এবং জায়ের ছেলের বউ আঞ্জুমান আরার গায়ে কোরোসিন ঢেলে দেয়। পরে শরীরে আগুন ধরিয়ে দেয় দেবর গিয়াস উদ্দিন।

এসময় পুরো শরীরে আগুন লেগে গেলে বিধবা আঞ্জুমান আরা চিৎকার শুরু করেন। চিৎকার-চেচামেচি শোনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুকুরের পানিতে আগুন নিয়ন্ত্রণে এনে ওই বিধবাকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান বিধবা আঞ্জুমান আরা।

পরে ময়নাতদন্ত শেষে শনিবার তার মরদেহ বাগিচাপুর কবরস্থানে দাফন করা হয়। গত রোববার নিহতের একমাত্র কন্যা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের কেউ গ্রেফতার হয়নি। সম্ভব হয়নি অভিযুক্তদের মতামত নেওয়া।
মামলার বাদী নিহতের মেয়ে আকলিমা খাতুন বলেন, বাবার মৃত্যুর পর এই দুনিয়ায় মা আমার একমাত্র আপনজন ছিল। জমি লইয়া আমার চাচা চাচী আমার মায়েরে পুড়াইয়া মারছে। আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, ভুক্তভোগীর মেয়ে আকলিমা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর