দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজেশ গৌড় | ১ জানুয়ারী ২০২৪, ২০:৪৯

দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  হয়েছে। সোমবার বিকেলে নানা আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 
 
এ উপলক্ষে পৌরশহরের   মার্কা মোড় এলাকার দলীয় কার্যলয়ে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটি সাধারণ সম্পাদক সাইদুল হক এর সঞ্চালনায়, উপজেলা কমিটির সভাপতি ফেরদৌস আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির নেতা শামছুল হক, দুলাল হোসেন, মোক্তার হোসেন মো. শুক্কুর আলী, বোরহান উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ। 
 
বক্তারা বলেন, গণতন্ত্রের স্বার্থে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১ জানুয়ারি ১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। এরশাদের শাসনামলে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা ইত্যাদি ছিল না। মানুষের মনে স্বস্থি-সুখ-শান্তি ছিল। উন্নয়ন, সমৃদ্ধি, সংস্কার, সুশাসন ইত্যাদির মাধ্যমে এরশাদ দেশের মানুষের মনে জায়গা করে নিয়ে তিনি দীর্ঘ ৯ বছর রাষ্ট্র পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম রব্বানীকে ভোট দিয়ে এলাকায় সেবা করার সুযোগ দানে উপস্থিত সকলকে আহবান জানানো হয়। 


আপনার মূল্যবান মতামত দিন: