বছরের প্রথম দিনেই ডাসারে বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ১ জানুয়ারী ২০২৪, ১৮:২২

বছরের প্রথম দিনেই ডাসারে বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত
প্রতি বছরের মতো এ বছরও প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১ জানুয়ারি) ডাসারে ৩৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
 
২০১০ সাল থেকে প্রতি বছর সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। এ কার্যক্রমের ধারাবাহিকতায় সারা দেশে একযোগে বছরের প্রথম দিনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব উদযাপিত হয়ে আসছে।
 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম, ৩৯ নং দর্শন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কোন চন্দ্র দে, দর্শনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন দে, ৩৯ নং দর্শনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিম মাতুব্বর।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
 
বই উৎসবকে ঘিরে সারাদেশে কোমলমতি শিশুদের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দ আর উচ্ছাসের। নতুন বই পাওয়ার প্রত্যাশায় প্রহর গুণছে তারা।


আপনার মূল্যবান মতামত দিন: