যারা বলে খেলা হবে আমি বলি উন্নয়ন হবে : এমপি হিরো

আশিকুর রহমান | ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২৪

যারা বলে খেলা হবে আমি বলি উন্নয়ন হবে : এমপি হিরো
উন্নয়নের উপর দাঁড়িয়ে যারা বলে খেলা হবে আমি বলি উন্নয়ন হবে। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি।
 
রবিবার (২৪ ডিসেম্বর) সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা শেষে বিকেলে নাসির উদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
 
তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান বলেন খেলা হবে। তিনি কি বুঝাতে চান? তিনি কি শেখ হাসিনার সাথে খেলবেন নাকি উন্নয়নকে বাঁধা গ্রস্ত করতে খেলবেন? এতবড় সাহস তিনি কিভাবে দেখান। এতদিন দলের নাম ব্যবহার করে দলের প্রার্থীর বিরুদ্ধে আপনি এখন খেলতে চান। আপনি নৌকা প্রতীককে চ্যালেঞ্জ করেন। আপনার মনে রাখা উচিত নৌকা শুধু নির্বাচনী প্রতীক নয়, নৌকা একটি দেশ সৃষ্টির প্রতীক। তাই আমি বলবো আপনি এখন দলের কেও না। আপনি শেখ হাসিনার নির্দেশ কে অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, দলের বিরোধিতা করছেন। স্বাধীনতা বিরোধী চক্রদের সাথে হাত মিলিয়ে আপনি খেলতে চান? শেখ হাসিনার উন্নয়নকে অস্বীকার করতে চান? আপনি শেখ হাসিনার কোন উন্নয়নকে অস্বীকার করতে চান। আমরা প্রস্তুত আছি আপনার সাথে খেলতে। যারা পরিবর্তনের নামে উন্নয়নকে বাঁধা গ্রস্ত করতে চায় তাদেরকে চিহ্নিত করে আগামী ৭ তারিখ ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিয়ে আবারও নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করুন।
 
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ফ্লোরিডা শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি  আইয়ূব খান মন্টু, শহর যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সদস্য ব্যারিস্টার মোঃ আদনান সরকার, গণ আজাদী লীগের যুগ্ম মহাসচিব মোঃ সরওয়ার হোসাইন প্রমুখ।
 
এছাড়াও ইউপি সদস্যগণ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর