পক্ষপাতিত্বের অভিযোগে কালকিনি থানার ওসি প্রত্যাহার

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৬

পক্ষপাতিত্বের অভিযোগে কালকিনি থানার ওসি প্রত্যাহার
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার পক্ষপাতিত্বের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
 
জানা যায়, মাদারীপুর-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার একজন নিহত হন। এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। এছাড়াও বিভিন্ন কারণে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠে। 
 
ওসিকে প্রত্যাহারে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি যোগদানের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


আপনার মূল্যবান মতামত দিন: