দুর্গাপুরে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

রাজেশ গৌড় | ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১৭

দুর্গাপুরে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
নেত্রকোনার দুর্গাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বেসরসকারী উন্নয়ন সংস্থা ডিএসকের আয়োজনে রচনা ও চিত্রাংকন  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এ রচনা ও চিত্রাংকন  প্রতিযোগিতা হয়।
 
প্রতিযোগিতা পূর্বে হলরুমে আলোচনা সভায় ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খানের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মোরশেদ আলমের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,  ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার,  সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার ডিএসকের শিক্ষা সুপারভাইজার আব্দুল হান্নান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। 
 
রচনা ও চিত্রাংকন  প্রতিযোগিতায় ডিএসকে পরিচালিত দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।


আপনার মূল্যবান মতামত দিন: