নৌকার প্রচারণায় একসাথে মাঠে নামলেন নেতারা

আশিকুর রহমান | ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫২

নৌকার প্রচারণায় একসাথে মাঠে নামলেন নেতারা
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) কে বিজয়ী করতে সকল ভেদাভেদ  ভূলে একসাথে নৌকার প্রচারণায় মাঠে নামলেন স্থানীয় আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতারা।
 
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নরসিংদী শহরের দওপাড়া বেড়িবাঁধ সংলগ্ন মাঠে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে এ দৃশ্য দেখা যায়। তৎকালীন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আফছার উদ্দিন সরকারের ছেলে শুক্কুর সরকার এর সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভূঁইয়া টিপুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মরহুম মোসলেহ উদ্দিন ভূঁইয়ার ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাহবুব হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ বাছেদ ভূঁইয়া, শহর যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন সরকার, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জন কুমার সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খোকা, এস এম কাইয়ূম, আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ আদনান সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, জেলা তাঁতী লীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানু, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব জামাল উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, দীপক কুমার সাহা,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দ্বীন মোহাম্মদ দীপু, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মোঃ মঞ্জুর, শহর যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ভূইয়া সোহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ইয়ামিন সুলতানা, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমা সরকার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বাবু, যুব মহিলা লীগের সাবেক সভাপতি তৌহিদা সরকার রুনা, শহর ছাত্রলীগের সভাপতি আশিক আলম রিয়েল, সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক একমি, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক ছাত্রনেতা কাজী মামুন, আলমগীর মোল্লা, ও ইউসুফ সায়ের প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। ২/১ জন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী পক্ষে কাজ করলে এতে দলের কোনো ক্ষতি হবে না। যারা মুজিববাদে বিশ্বাসী তারা কখনো দলছুট হতে পারে না। আজ যারা দল এবং শেখ হাসিনার দেওয়া প্রার্থীর বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তারা দলের শত্রু। নৌকা স্বাধীনতা এবং বঙ্গবন্ধু প্রতীক। এখনও যারা নৌকার বাইরে রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান রইলো নৌকায় উঠুন এবং উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন। পরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলে একমত পোষণ করেন। 
 
উঠান বৈঠক হলেও কয়েক হাজার লোকের সমাগম হওয়ায় পরে বৈঠকটি জনসভায় রূপ নেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর