কালচারাল একাডেমিতে নানা আয়োজনে ওয়ানগালা উৎসব পালিত 

রাজেশ গৌড় | ২২ ডিসেম্বর ২০২৩, ২৩:৩০

কালচারাল একাডেমিতে নানা আয়োজনে ওয়ানগালা উৎসব পালিত 
নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে গারো সস্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকেলে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির হল রুমে আয়োজিত অনুষ্ঠান  ভার্চুয়ালি  উদ্বোধন করেন স্বাধীনতার কবি নির্মলেন্দু গুন।
 
পরে হলরুমে আলোচনা সভায়  একাডেমির পরিচালক গাতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও নৃত্যু শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আতাউর রহমান। 
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ স্টেশনারী অফিসের উপসচিব ব্রেঞ্জন চাম্বুগাং, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার,বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ডক্টর আব্দুর রাশিদ, সুপ্রিমকোর্টের আইনজীবি সজয় চক্রবর্তী, 
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ. ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মেয়র কামাল পাশা, কবি জন ক্রসওয়েল খকসী, নারী নেত্রী রাখী দ্রং প্রমুখ। 
 
আয়োজকরা জানান, নতুন ফসল ঘরে উঠার পর শস্যদেবতা ‘মিসি সালজংকে ফুল ও ফসল উৎসর্গ করা হয়। গারোদের ওয়ানগালা হচ্ছে আমন ধান ও শীতের শস্য ঘরে তোলার পর ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। পরবর্তী বছর যেন আরও ভাল ফলন পাওয়া যায় এই প্রার্থনাও করা হয় এই উৎসবে।
 
 
আলোচনা শেষে সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে আগত গারো সংগঠনের শিল্পীরা তাদের কৃষ্টি কালচার তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।


আপনার মূল্যবান মতামত দিন: