টাঙ্গাইলে অবৈধ বালু বিক্রির দায়ে ব্যবসায়ীর ১৫ দিনের কারাদন্ড

টাঙ্গাইল প্রতিনিধি | ২০ ডিসেম্বর ২০২৩, ২১:১৭

টাঙ্গাইলে অবৈধ বালু বিক্রির দায়ে ব্যবসায়ীর ১৫ দিনের কারাদন্ড
টাঙ্গাইলের বাসাইলে অবৈধ বালু ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রির দায়ে বাদল মিয়া নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত। বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল হক বুধবার সন্ধ্যায় উপজেলার নাকাছিম এলাকায় 
এ আদালত পরিচালনা করেন।
 
সূত্রমতে জানা যায়, বাদল মিয়া দীর্ঘ দিন যাবৎ প্রশাসনের বিভিন্ন মহল ম্যানেজ করে উপজেলার নাকছিম এলাকা থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসতেছিল। এ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমালোচনা শুরু হয়। পরে উপজেলা প্রশাসন এ ভ্রামমান আদালত পরিচালনা করে।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল হক বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সালের আইনের ৪ এর খ ও গ ধারা ওই ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে


আপনার মূল্যবান মতামত দিন: