ঢাকা-১৯ আসনের স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী প্রচারণা, প্রায় লাখো মানুষের ঢল

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:৫৯

ঢাকা-১৯ আসনের স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী প্রচারণা, প্রায় লাখো মানুষের ঢল

দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রচারণা শুরুর দিনে ঢাকা-১৯ আসনের সাবেক আওয়ামীগের নৌকা মার্কার সংসদ সদস্য ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচারণায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় লাখো মানুষের দল নেমেছে শুধু মুরাদ জং কে দেখার জন্য এবং তার মুখের কিছু কথা শোনার জন্য।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় তার নির্বাচনীয় অফিস উদ্বোধন করার কথা থাকলেও ভক্ত বিন্দুদের সাথে দেখা-সাক্ষাৎ করতে করতে রাস্তার দু'পাশে মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাকে এক নজর দেখার জন্য কয়েক কিলোমিটার পর্যন্ত লাইন ধরে আছেন সাভার আশুলিয়ার মানুষ।

মুরাদ জং বলেন, যে নেতাকর্মীরা আমার লোকজনকে ভয় দেখায় আমি তাদেরকে বলবো তোমরা আইও তোমরা আইও, সাভার আশুলিয়ার মানুষ প্রস্তুত ।

আর আমার অভিভাবক আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছিল তুমি চোখ আমি ১০ বছর চুপ ছিলাম আমার অভিভাবকের কথায়। আজ আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বলেছেন তুমি মুখ খোল এজন্যই ২০২৩ সালে আমি মুখ খুলেছি এবং সাভারের মাটিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলেছিলেন খেলা হবে, আর আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জের কৃতি সন্তান শামিম ওসমান ভাই বলেছিল খেলা হবে, আর আমি বলব সাভার আশুলিয়ার জন্য তোমরা আইও তোমরা আইও, আমরা হাতে চুড়ি পড়ে বসে আছি না আমরা কি হাতে চুড়ি পড়েছি না তোমরা আইয়ো।

স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচারণার স্থানে গিয়ে জানা যায়, নবম জাতীয় নির্বাচনের পর অন্তত ১০ বছর পরে আজই প্রথম মুরাদ জংয়ের নির্বাচনী প্রচারণা শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে পিকআপ, ট্রাক, ও মোটরসাইকেলযোগে হাজার হাজার নেতাকর্মী সাভারের শিমুলতলায় জড়ো হতে থাকেন। ফলে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি বাস স্ট্যান্ড থেকে বলিয়ারপুর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সাভার ট্রাফিক পুলিশের অ্যাডমিন (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, এক প্রার্থীর প্রচারণা থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৪ কিলোমিটারের মত সড়কে যানজটের সৃষ্টি হয়। এটা ৫ মিনিটের মধ্যে ধাকবে না। ৫ মিনিটের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।



আপনার মূল্যবান মতামত দিন: