বানারীপাড়ায় মোবাইল কোর্ট অভিযানে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি ও জাটকা জব্দ 

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি | ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:১৮

বানারীপাড়ায় মোবাইল কোর্ট অভিযানে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি ও জাটকা জব্দ 
বরিশালের বানারীপাড়ায় মোবাইল কোর্ট অভিযানে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি ও জাটকা জব্দ করা হয়েছে।
 
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বানারীপাড়া বন্দর বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বাজারে আনুমানিক ৬ কেজি জাটকা পাওয়া যায়।
 
এছাড়াও ২৫ কেজি জেলিযুক্ত চিংড়ি পাওয়া যায়। মোবাইল কোর্ট উপস্থিতি টের পেয়ে অসাধু বিক্রেতারা পালিয়ে যায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হারদার এর নির্দেশে কেরসিন দিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে মাটিচাপা দেয়া হয়। গত ১১ ডিসেম্বর এক অভিযানে ৩০ কেজি জব্দ করা হয়েছে। আগামিতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন সহকারী হুমায়ুন কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির।
 
মৎস্য কর্মকর্তা বিভিন্ন অভিযানে অবৈধজাল নির্মূলে ব্যাপক অবদান রেখেছেন যার প্রমাণ মা ইলিশ সংরক্ষণ অভিযানে বানারীপাড়াবাসী দেখেছে। আশাকরা যায় এতে করে বানারীপাড়া সন্ধ্যা নদীতে বৃদ্ধি পাবে ইলিশ। বাজারে পাওয়া যাবে নিরাপদ মাছ। ভবিষ্যতে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকলে নিরাপদ মাছে বাজার ও নদীতে মাছে ভরপুর থাকবে বলে আশা করা যায়।
 
প্রসঙ্গত, বানারীপাড়া মাছ বাজারে জেলি যুক্ত চিংড়ি প্রতিদিন পাওয়া যায়। তাই সচেতন মহলের দাবী মাসে অন্তত ১০ দিন এই অভিযান অব্যহত থাকলে সাধারন মানুষ খুবই উপকৃত হবে। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দিন বলেন, বাজারে কিছু অসাধু ব্যাবসায়ী জেলিযুক্ত চিংড়ি ও জাটকা বিক্রি করে। সবাইকে বার বার সচেতন করা হচ্ছে। পাশাপাশি আমাদের অভিযান অব্যহত থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন: