দিনাজপুর-৬ সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রচারণা শুরু

মনোয়ার বাবু, দিনাজপুর প্রতিনিধি | ১৮ ডিসেম্বর ২০২৩, ২০:৩৪

দিনাজপুর-৬ (ঘোড়াঘাট,হাকিমপুর,বিরামপুর ও নবাবগঞ্জ) সংসদীয় আসনে এমপি প্রার্থী ও প্রতিক।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট,হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) আসন থেকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হলো আজ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শিবলী সাদিক- নৌকা, ডঃ আজিজুল হক চৌধুরী,স্বতন্ত্র -ট্রাক, মোঃ শাহ আলম বিশ্বাস, তৃণমূল বিএনপি - সোনালি আঁশ এবং মোঃ মোফাজ্জল হোসেন,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) - মশাল নিয়ে লড়বেন।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদ এই প্রতীক বরাদ্দ দেন।

এ সময় জেলা রিটেনিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদ সকলকে নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন। পোস্টার ফেস্টুন ব্যানার তৈরির ক্ষেত্রে নীতি মালা মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

এদিকে ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর