১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসিব সোহেলের নেতৃত্বে এসময় সংগঠনের সহ-সভাপতি মোসাদ্দেকুর রহমান, যুগ্ম-সম্পাদক নোমান বিন হারুন, দপ্তর সম্পাদক ওয়াজহাতুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক তানভীর ইবনে মোবারক, কার্যকরী সদস্য রাহাত চৌধুরী ও মো. সৌরভ উপস্থিত ছিলেন।
জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন বলেন, 'লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা৷ বিজয়ের এ আনন্দ তাই প্রতিটি হৃদয়ে নতুন জোয়ার নিয়ে আসে। আমাদের নতুন প্রজন্মের কাছে এ বিজয় দিবস আরো নব উদ্দীপনা নিয়ে আসুক এই কামনাই করি৷
এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী 'সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার আবু হাসান, জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেকসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: