ফরিদপুরে অবসরপ্রাপ্ত  কৃষি ব্যাংকের নিরীক্ষা কর্মকর্তার নামে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২

প্রতীকী ছবি
দুর্নীতির অভিযোগে ফরিদপুরে মো. মোশাররফ হোসেন (৬৪) নামে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত এক বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তার নামে মামলা দায়ের করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক।
 
জানা যায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র বিশেষ জজ আদালতে দুদকের সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১১।
 
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায়  ফরিদপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর ৩০ লাখ ৩০ হাজার ৯'শ ৫০ টাকার সম্পদের তথ্য গোপন করে মোশাররফ হোসেন। এছাড়া মিথ্যা তথ্য প্রদানসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ উৎস হতে ৩৪ লাখ ৭৪ হাজার ৪'শ ১৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করার অভিযোগে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত বিভাগীয় এ নিরীক্ষা কর্মকর্তার নামে দুদক এ মামলাটি দায়ের করে। 
 


আপনার মূল্যবান মতামত দিন: