বিজয়ের মাস উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে উন্নয়নমূলক প্রতিষ্ঠান আশা।
বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মহিপুর আশার উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ ফ্রী স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে। এ সময় সব ধরনের ফিজিওথেরাপি প্রদান করা হচ্ছে। সাথে ইকুইপমেন্ট বিক্রিতে ছাড় দিয়েছে। পাশাপাশি ডায়বেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার, ইসিজি, রক্ত পরীক্ষায় নামে মাত্র ফি নিয়ে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সেবা নিয়ে খুশি নিম্ন আয়ের সাধারণ মানুষ।
আশা কলাপাড়া শাখার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. ইউনূস আলী বলেন, বিগত বছরেও আমরা প্রায় ৫০০ লোককে ফ্রী সেবা দিয়েছি। এবারও আমরা ৩শত লোকের অধিক গরীব ও দুস্ত লোককে ফ্রী সেবা দিতেছি। অনেক গরীব মানুষ উপকার পেয়েছে।
মহিপুর আশা শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, আমরা বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন করছি। বিগত দিনেও এমন আয়োজন করছি বলে এবারও আয়োজন করতে পেরে আনন্দিত। এবার আমরা ভিজিএফ কার্ডধারীদের আমরা ঔষধ ক্রয়ে ১০শতাংশ ছাড় দিচ্ছি। বাকীসেবা আমরা সম্পূর্ণ ফ্রী দিয়েছি।
মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম বলেন, গরীব মানুষের জন্য আশা যে কাজটি করে সেটি নিসন্দেহে ভালো কাজ। এমন উদ্যোগ অব্যহত রাখুক।
আপনার মূল্যবান মতামত দিন: