রণাঙ্গনের সম্মুখভাগে থেকে সরাসরি যুদ্ধ করে শত্রু নির্ধন করেছি : নজরুল ইসলাম হিরো  

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ১২ ডিসেম্বর ২০২৩, ২৩:২৩

রণাঙ্গনের সম্মুখভাগে থেকে সরাসরি যুদ্ধ করে শত্রু নির্ধন করেছি : নজরুল ইসলাম হিরো  
১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হানাদারদের কবল থেকে বাঙ্গালি জাতিকে মুক্ত করতে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলাম। রণাঙ্গনের সম্মুখভাগে থেকে সরাসরি যুদ্ধ করে শত্রু নির্ধন করেছি বলে বক্তব্য প্রদান করেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি।
 
মঙ্গলবার (১২ ডিসেম্বর) নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিকেলে শহরের উত্তর সাটিরপাড়া এলাকার বধূয়া কমিউনিটি সেন্টারের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সাফিরুল ইসলাম এর সভাপতিত্বে ও আজিজুর রহমান রকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত  আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সব কথা বলেন।
 
তিনি আরও বলেন, দুইভাই একসাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। শত্রুর গুলিতে ভাইকে হারিয়েছি। ১২ ডিসেম্বর হানাদারদের কবল থেকে মুক্ত হয়েছিল নরসিংদী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দীর্ঘ নয় মাস নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক খণ্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন ১১৬ জন বীর সন্তান। শহীদ হওয়া সকল বীর সন্তানদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। 
 
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, রঞ্জন কুমার সাহা, কায়কোবাদ হোসেন কানু, দীপক সাহা, এস এম কাইয়ুম প্রমুখ। 
 
এছাড়াও বক্তব্য রাখেন জেলা, শহর ও সদর থানা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাগণ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  
আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। আজকের এইদিনে দীর্ঘ নয় মাস নরসিংদীর জেলার বিভিন্ন স্থানে শতাধিক খণ্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন ১১৬ জন বীর সন্তান। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নরসিংদী জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। 


আপনার মূল্যবান মতামত দিন: