ঘোড়াঘাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

মনোযার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১

জব্দকৃত ব্যাটারি চালিত ইজিবাইক।

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রাইছা মনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় পৌরশহরের বড়গলি (জোলাপাড়া) এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় চালক ইজিবাইকটি রেখে পালিয়ে যায়।

নিহত শিশু রাইছা মনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতিয়ানচূড়া গ্রামের রাজু মন্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে নিহত রাইছা মনি তার নানা বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময় রাস্তার পাশে কয়েকজন শিশু মিলে খেলা করছিলো।এসময় রাইছা মনি খেলার ছলে রাস্তাপার হতে গেলে, দ্রুতগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সে গাড়িটির নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। শিশুটি মাথায় গুরুতর আঘাত লাগায় দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং চালকে শনাক্তের কাজ চলছে।  এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান।



আপনার মূল্যবান মতামত দিন: