টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি | ১২ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৬

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিজা আক্তার। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও সহকারি পরিচালক ডা. সাদিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, জেলায় ৬-১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে জেলায় তিন হাজার ১০ টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত রয়েছে। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে দুই ধরনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল, প্রয়োজনীয় মাস্ক, কাঁচি, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: