বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:০০

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা,আব্দুল কাহার আকন্দকে বিজয়ী করার লক্ষ্যে কটিয়াদী উপজেলার ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের পূর্ব পূরুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের নিজ বাড়ির আঙ্গিনায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ কটিয়াদী- পাকুন্দিয়া আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ।
 
ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা,  বীর মুক্তিযোদ্ধা লায়ন আলী আকবর, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ কামরুজ্জামান, কটিয়াদী পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার রুহুল আমিন শাকিল প্রমুখ।
এ সময় উক্ত মতবিনিময় সভায় ধুলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ গন সভায় উপস্থিত ছিলেন।
 
উক্ত মত বিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের কন্যা ডাক্তার ফারজানা শরমিন তার পিতা কে আসন্ন দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার জন্যে এলাকা বাসীর  প্রতি আহ্বান জানান। উক্ত মত বিনিময় সভায় বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ গন বক্তব্য রাখেন। সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী  ধুলদিয়া ইউনিয়নের পূর্ব পূরুড়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ কে বিজয়ী করার লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলেই  নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর