ফরিদপুর সদরের (৩ আসন) কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকায় স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সমর্থকদেরকে মারধরের মামলায় প্রধান আসামী সাবেক মেম্বার মোঃ ছোহরাব শেখ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতায়ালী থানার ওসি এম এ জলিল জানান, শনিবার রাতে কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকার ইয়াছিন বেপারীর চায়ের দোকানে হামলার ঘটনায় আহত মোঃ আলমগীর প্রধানিয়া (৩০) রবিবার একটি লিখিত অভিযোগ প্রদান করেন। তার অভিযোগটির সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলায় রুপান্তর করা হয়েছে। এদিকে রবিবার রাতেই অভিযান চালিয়ে ছোহরাব শেখকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদপুর ৩ আসনের নৌকার প্রার্থী প্রার্থী শামীম হকের সমর্থক মোঃ ছোহরাব শেখ এই আসনের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সমর্থক মোঃ আলমগীর প্রধানিয়ার উপর শনিবার রাত ৯ টার দিকে ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে তাদের উপরে দেশিয় রামদা, ছ্যান, লাঠি, হকস্টিক দিয়ে হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় রবিবার বিকালে মোঃ আলমগীর প্রধানিয়া (৩০) ফরিদপুর কোতায়ালী থানায় ৯ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জনকে অজ্ঞাত করে একটি সাধারন ডায়েরি করেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: