ফুলবাড়িয়ায় ভর্তুকি মূল্যে দুই কৃষক পেল ৭০ লাখ টাকার কম্বাইন্ড হারভেস্টার মেশিন         

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি  | ১০ ডিসেম্বর ২০২৩, ২০:৫৩

ফুলবাড়িয়ায় ভর্তুকি মূল্যে দুই কৃষক পেল ৭০ লাখ টাকার কম্বাইন্ড হারভেস্টার মেশিন         
রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিযান্ত্রিক করন প্রকল্পের আওতায় পুটিজানা ও কালাদহ  ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম এবং নুরুল ইসলাম ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ৭০ লাখ টাকার কম্বাইন্ড হারবেস্টার মেশিন পেলেন।         
                     
রবিবার সকালে কৃষি অফিসের সম্মুখে খামার বাড়ী ময়মনসিংহের উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান কৃষকদ্বয়ের হাতে কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার শাহনাজ পারভীন প্রমুখসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ বলেন, একজন কৃষক সরকারের ৫০ ভাগ ১৫ লাখ ৮৫ হাজার টাকা ভর্তুকী পেয়ে ৩৫ লাখ টাকা মুল্যের কৃষি যন্ত্র কমবাইন্ড হারবেষ্টার মেশিন পেলেন। এ মেশিনটি ধান কাটা, মাড়াই এবং ঝাড়াইয়ে পারদর্শী। শুয়ে এবং নুয়ে পড়া ধান সহজেই কাটতে পারে মেশিনটি।


আপনার মূল্যবান মতামত দিন: