গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামে ক্ষমতার দাপটে ভেকু দিয়ে মাটি কাটার মহোৎসবে মেতেছেন জনৈক এক ওয়ার্ড নেতা। তিন ফসলি এক একর জমিতে ভেকু দিয়ে মাটি কাটার দৃশ্যমান চিত্র ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।
ভেকু দিয়ে মাটি কাটার ফলে পল্লী বিদ্যুৎ এর ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি যে কোন মূহুর্তে ক্ষতির মুখে পড়তে পারে বলছেন এলাকাবাসী।
শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত এলাকায় ট্রাক ও ট্রাক্টর( কাকড়া) যোগে প্রায় ২০ টি গাড়ি বিভিন্ন স্থানে টপসয়েল নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে করে রাস্তার ক্ষতিসহ পথচারীদের চলাচলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে।
সচেতন মহল বলছেন, সরকারের আইন অমান্য করে এভাবে তাদের কর্মযজ্ঞের শেষ কোথায়। আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে তুলসীঘাট পল্লী বিদ্যুৎ এর জিএম এর সাথে কথা হলে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: