শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজিতনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নালিতাবাড়ীর যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
'উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ'- এই প্রতিপাদ্যে আলোচনা সভায় নালিতাবাড়ী সনাকের সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল।
টিআইবি'র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, দুপ্রক নালিতাবাড়ীর সাধারন সম্পাদক আব্দুল মান্নান সোহেল, সাংবাদিক অভিজিৎ সাহ, আদিবাসী নেত্রী নোহেলিকা দিব্রা, কারিতাসের প্রতিনিধি সুপর্না চাম্বুগং প্রমুখ।পরে মানবন্ধনে অংশগ্রহনকারী শতাধিক শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান নালিতাবাড়ী সনাকের সভাপতি জোবায়দা খাতুন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: