একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৬

একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত
'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৮ ডিসেম্বর শুক্রবার বিকালে শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
 
'মুক্তিযুদ্ধে বীরত্বের গল্প  'শিরোনামে একুশে পাঠচক্রের ১৮তম আসরে জয়জিৎ দত্ত শ্যামলের সভাপতিত্বে 
বক্তব্য উপস্থাপন করেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন রানা,নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।
 
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন, কবি অবনি অনিমেষ, ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন টুটুল, মুক্তিযোদ্ধার সন্তান লুৎফুল ইসলাম নাহিদ, শারমিন আক্তার নিপুণ। সঞ্চালনা করেন একুশে পাঠচক্রের সদস সাদ্দাম হোসেন।
 
বক্তব্যের শুরুতে সেঁজুতি সাহিত্য সংসদ এর উপদেষ্টা সরকার গোলাম ফারুক এর অকাল প্রয়াণে একুশে পাঠচক্রের শুভারম্ভে শোক প্রস্তাব পাঠ করেন রুকুনুজ্জামান জুয়েল এবং এক মিনিট নীরবতা পালন করেন।
 
দ্বিতীয় পর্বে কবিতার আসরে কবিতা পাঠ করেন শিশু আসওয়াদ,মার্জান,
কবি অবনি অনিমেষ, আওয়াল হোসেন টুটুল,শিক্ষক মোস্তফা আহমেদ,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,কবি শহীদুল ইসলাম ফকির,শিক্ষক মশিউর রহমান, গান পরিবেশন করেন মনি গাঙ্গুলি ও মোর্শেদুল।

আপনার মূল্যবান মতামত দিন: