ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মসিকের অবহিতকরণ সভায় ইউসুফ আলী

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি  | ৬ ডিসেম্বর ২০২৩, ২২:৪৬

ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মসিকের অবহিতকরণ সভায় ইউসুফ আলী
আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের ক্যাম্পেইনে সিটি কর্পোরেশনের ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৪৭৬ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯৪৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ-ক্যাপসুল খাওয়ানো হবে।
 
ক্যাম্পেইনের দিন সকাল ০৮ টা থেকে বিকেল ০৪ টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩০২ টি কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।বুধবার( ৬ ডিসেম্বর) সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন আলোচনা সভায় মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন সরকারের একটি অন্যতম সফল কর্মসূচি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন সহ অন্যান্য কর্মসূচিতে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে থাকে। এবারও সেই ধারাকে অব্যহত রাখতে কাজ করতে হবে। 
 
এ সভায় ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, মসিক সচিব মোঃ আরিফুর রহমান, মসিকের টিকাদান সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি  ও কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, এস এম মাজহারুল ইসলাম, জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
 


আপনার মূল্যবান মতামত দিন: