মাদারীপুরের কালকিনিতে মৃধা ইলেকট্রনিক্সের দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে কালকিনি ভুরঘাটা মজিদ বাড়ী সোহেল মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পান্নু মৃধা।
অফিযোগ সূত্রে জানা যায়, কালকিনি ভুরঘাটা মজিদ বাড়ী সোহেল মার্কেটের নিচতলায় মৃধা ইলেকট্রনিক্স এর মালিক পান্নু মৃধা দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছেন গতকাল রাত ৯ টার সময় মোকছেদ বেপারীর ছেলে ফরিদ বেপারী,মানিক হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার,আঃ হাই মৃধার ছেলে গিয়াস মৃধা,মানিক হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার,আলী বেপারীর ছেলে আঃ জব্বার বেপারী পূর্ব শত্রুতার জেরে পান্নু মৃধার ইলেকট্রনিক্স শোরুমে হামলা চালায় এ সময় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পান্নু মৃধা বলেন, আমার সাথে দীর্ঘদিন যাবত স্থানীয় বিষয়াদি নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছে তার জের ধরে তারা গতকাল রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আমি সরকার ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
অভিযুক্ত গিয়াস মৃধা বলেন, আমাদের সাথে পান্নুর মৃধার কোন শত্রুতা নেই সে আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা পুলিশ ওই মার্কেটের সিসি ক্যামেরা গুলো চেক করে যদি আমাদের এর সাথে কোন সম্পৃক্ততা থাকে তাহলে আইন আমাদের যে শাস্তি দেয় আমরা তা মাথা পেতে নেব।
এ ব্যাপারে কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন হামলার ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: