দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিজয় দিবস উদযাপন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নরসিংদী জেলা তাঁতী মতবিনিময় সভার আয়োজন করেন।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা তাঁতী লীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানু'র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় শহর তাঁতী লীগ, সদর থানা, মাধবদী থানা, মাধবদী পৌরসভা, শিবপুর, রায়পুরা উপজেলা, রায়পুরা ও শিবপুর পৌরসভা, আলোকবালি, নজরপুর, করিমপুর, শীলমান্দি ও চিনিশপুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা তাঁতী লীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানু আগত নেতৃবৃন্দের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য বলেন, ডিসেম্বর মাস বাঙালি জাতির বিজয়ের মাস। স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে তাঁতী লীগ দিবসটি ব্যাপকভাবে উদযাপন করবে। তিনি আরও বলেন, একদিকে বিজয় দিবস আরেক দিকে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় মনোনয়নের জন্য একাধিক ব্যক্তি মনোনয়ন চেয়েছেন। দলের সভাপতি বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাকেই নৌকা দিয়েছেন। নেতা হয়ে দলের বিরোধিতা করা যাবেনা। দলের পক্ষে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।নৌকা যার নরসিংদী জেলা তাঁতী লীগ তার। তাই আমরা ঐকবদ্ধ হয়ে নরসিংদী'র ৫টি আসনে নৌকাকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করবো।
আরও বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, জয়লান আবেদিন মোল্লা, মোঃ বাচ্চু মিয়া, এডভোকেট লুৎফুর রহমান, সাহেদা আক্তার রত্না, শহর তাঁতী লীগের আহ্বায়ক বিজয় সাহা, সদস্য সচিব মাসুদ মালেক মিয়াজি, সদর থানা তাঁতী লীগের আহ্বায়ক শেখ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক রূপচান মিয়া, রাজিব রাজ, সদস্য সচিব আমির হোসেন রনি, মাধবদী থানা তাঁতী লীগের আহ্বায়ক ভিপি মোঃ রিপন, সদস্য সচিব ডাঃ আলাল, মাধবদী পৌর তাঁতী লীগের আহ্বায়ক শামিমুল হাসান শামিম, সদস্য সচিব মোঃ সেলিম মিয়া, শিবপুর উপজেলা তাঁতী লীগের সভাপতি সৈয়দ মোঃ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিয়াদ, রায়পুরা উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ ছাত্তার মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ ধন মিয়া, রায়পুরা পৌর তাঁতী লীগের আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
পরে সদর থানার অন্তর্গত করিমপুর, নজরপুর, আলোকবালি, শীলমান্দি, চিনিশপুর ইউনিয়ন এবং রায়পুরা পৌর তাঁতী লীগের গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের ফুল দিয়ে বরণ করেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: