শেরপুর-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৩ ডিসেম্বর ২০২৩, ২১:৩৭

শেরপুর-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৪ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
 
রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা কালেক্টরেট ভবনের সভাকক্ষে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম এ তথ্য জানান।
 
বৈধ প্রার্থীরা হচ্ছেন-  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী, জাসদ মনোনীত প্রার্থী, লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর।
 
এ আসনে ঋণখেলাপীর দায়ে তৃণমূল বিএনপির প্রার্থী জায়েদুর রশীদ শ্যামলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক এবং অধিকাংশ প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর