শেরপুরের নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা সদস্যদের ৫ দিনব্যাপী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শেরপুর এর আয়োজনে পৌরশহরের আড়াইআনী বাজারের জেবা প্লাজায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এ প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন বিসিক ঢাকার আ লিক পরিচালক ড. মোঃ আলমগীর হোসেন। এতে সভাপতিত্ব করেন বিসিক শেরপুর জেলার উপ-ব্যবস্থাপক বিজয় কুমার দত্ত।
প্রশিক্ষণ পরিচালনা করেন বিসিক শিল্প নগরী কর্মকর্তা আতাউর রহমান ফকির।
স্বাগত বক্তব্য রাখেন অঙ্গীকার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী হুমায়ূূন কবীর মুজিব, প্রিয় অতিথির বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা প্রমুখ।
এই প্রশিক্ষণে ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করেন। আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ৭ দিন ব্যাপী এ প্রশিক্ষণের সমাপ্তি হবে।
আপনার মূল্যবান মতামত দিন: