শ্রদ্ধায়-ভালোবাসায় বীর প্রতীক তারামন বিবিকে স্মরণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১ ডিসেম্বর ২০২৩, ২২:৩৩

শ্রদ্ধায়-ভালোবাসায় বীর প্রতীক তারামন বিবিকে স্মরণ
'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী সোহাগপুর বিধবা পল্লীতে অনুষ্ঠিত হয়েছে।
 
'শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীর প্রতীক) 'শিরোনামে একুশে পাঠচক্রের ১৭ তম আসরে
বীর তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে 
বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, আইনজীবী ছমির উদ্দিন, প্রভাষক স্বপ্না চক্রবর্তী, মেম্বার লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সন্তান লুৎফুল ইসলাম নাহিদ, মোঃ আলাল।
 
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক সামিউল ইসলাম, আব্দুল হান্নান, কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন, পাহাড়ি মামুন, ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন, সাংবাদিক শাহাদত তালুকদার, শিক্ষক সনি গাঙ্গুলি প্রমুখ।সঞ্চালনা করেন একুশে পাঠচক্রের সদস্য সচিব কবি মুজাহিদ আমিন।
 
আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতার ২৪ বছর পরে হলেও বীর মুক্তিযোদ্ধা তারামন তাঁর প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পেয়েছেন। ওনার মতো শত শত তারামন যাঁদের সর্বস্ব ত্যাগের ফলে এদেশ আজ স্বাধীন, তাঁরা হয়তো চিরকালের মতো হারিয়ে গেছেন কালের গর্ভে। তবু আমরা এক তারামনের মধ্য দিয়েই সেই সকল আত্মত্যাগী বীর নারীদের ধারণ করে রাখবো হৃদয়ের মণিকোঠায়।
 
বক্তারা মুক্তিযুদ্ধের গবেষক, অধ্যাপক বিমল কান্তি দে কে শ্রদ্ধার সহিত স্মরণ করেন, যাঁর কারণেই দীর্ঘদিন পরে হলেও বীর মুক্তিযোদ্ধা তারামন বিবিকে তাঁর প্রাপ্য সন্মান রাষ্ট্র দিতে পেরেছে। 
 
দ্বিতীয় পর্বে কবিতার আসরে কবিতা পাঠ করেন শিশু সংস্কৃতা, গান পরিবেশন করেন মনি গাঙ্গুলি।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর