শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সনাক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সনাক, নালিতাবাড়ীর সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ এর সভাপতিতত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহম্মেদ।
এছাড়াও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মামুন, ডা. তানভীর ইবনে কাদের, সাংবাদিক অভিজিৎ সাহা, স্বাস্থ্য বিষয়ক এসিজির সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
এসময় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নানা চ্যালেঞ্জ, উত্তরণের উপায় ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: