আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ 'মহাদেবপুর বদলগাছী' আসনে নির্বাচনি লড়াইয়ে চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরুন পূর্বক বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমা দিয়েছেন।
শামিনুর রহমান ওরফে চিকন আলী নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ সহ জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শামিনুর রহমান চিকন আলীর বাড়ী নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন এর খাদাইল গ্রামে। সে ঐ গ্রামের আব্বাস আলী ও সাজেদা বেগম এর ছেলে।
শামিনুর রহমান নাম হলও চলচিত্র জগৎ এর কারনে চিকন আলী হিসাবে সবচেয়ে বেশি পরিচিত তিনি। বিশেষ করে তিনি চলচ্চিত্রে কৌতুক চরিত্রে অভিনয় করে থাকেন। ২০০৬ ইং সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম প্রযোজিত এম বি মানিকের 'রঙিন চশমা' চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর ২০০৮ সালে সুযোগ পান জাকির হোসেন রাজু পরিচালিত 'মনে প্রাণে আছো তুমি' চলচ্চিত্রে, যেখানে তিনি শাকিব খান এর বন্ধুর চরিত্রে অভিনয় করেন। এরপর একে একে অভিনয় করেছেন 'তোর কারণে বেঁচে আছি, ভালবাসলেই ঘর বাঁধা যায় না, এক টাকার দেনমোহর, লাভ ম্যারেজ, শুটার, বসগিরি, বেপরোয়া, হিটম্যান সহ আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেন তিনি।
চলচিত্রের বাইরে ও চিকন আলী কৌতুক অভিনেতা হিসাবে ইউটিউব চ্যানেলে ব্যপক জনপ্রিয়।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: