শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মতিয়া চৌধুরী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৯ নভেম্বর ২০২৩, ২০:৫৫

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মতিয়া চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে, নালিতাবাড়ী পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

এসময় তিনি বলেন, দেশি বিদেশী নানা রকমের ষড়যন্ত্র চলছে। তারপরেও আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আপনারা দোয়া করবেন তিনি যেন নির্বাচিত হয়ে তাঁর দায়িত্ব পালন করতে পারেন।

তিনি বলেন, আমি যদি আপনাদের কাজ করতে গিয়ে যদি কোন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন। পরে মতিয়া চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, আব্দুল লতিফ, আলহাজ¦ জাহাঙ্গীর আলম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর