১৩ ঘণ্টা পর সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

সময় ট্রিবিউন | ২৩ নভেম্বর ২০২৩, ১৩:০৬

১৩ ঘণ্টা পর সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লস্করপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৩ ঘণ্টা পর সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাতে লাইনচ্যুতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে লাইন মেরামত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া থেকে একটি মালবাহী গাড়ি সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জের লস্করপুর ব্রিজের পাশে দু'টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সাথে সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রাতেই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দীর্ঘ ১৩ ঘন্টা কাজ করার পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের কাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মূল্যবান মতামত দিন: