কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটাতে গচিহাটা বিদ্যানিকেতনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাসস্ট্যান্ড মোড়ে গচিহাটা বিদ্যানিকেতন প্রাঙ্গণে গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর (লাকী), বিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান মানিক, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা (আজীবন) অবসরপ্রাপ্ত বিমান সেনা মো: জয়নাল আবেদীন (খোকন), বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে গচিহাটা বিদ্যানিকেতন পরিচালনা কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ এম হাসান স্যার।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রাজ্জাক, গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি মিয়া হোসেন শাহ ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় গচিহাটা বিদ্যানিকেতনের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিমান সেনা মো: জয়নাল আবেদীন খোকন স্বাগত বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড , শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, বিশ্বব্যাপী মানবিক শিক্ষার্থী গড়ে তোলা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর (লাকি)।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ তার বক্তব্যে গচিহাটা বিদ্যানিকেতন কে কিশোরগঞ্জ জেলার একটি উন্নত মানের মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান অত্যন্ত সু শৃংখল পরিবেশে কোমল মতি শিক্ষার্থীদেরকে আধুনিকতার ছোয়ায় বিশ্বব্যাপী মানবিক শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার জন্য, মানসম্মত শিক্ষা প্রদানের জন্য, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক,অধ্যক্ষ, প্রধান উপদেষ্টা, সরকারী পরিচালক সহ সকল শিক্ষক শিক্ষিকাদের প্রশংসা করেন।
আলোচনা সভায় শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে মানসম্মত শিক্ষার প্রদানের জন্য বিদ্যালয়ের অধ্যক্ষ সহ সকল শিক্ষক শিক্ষিকাগণকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ বিদ্যালয়ের নবোন্নেষের মোড়ক উন্মোচন করেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ সহ সকলের উপস্থিতিতে গচিহাটা বিদ্যানিকেতনের সার্বিক মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গচিহাটা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষিকা মোছাঃ শারমিন আক্তার। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ গন উপস্থিত ছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: