নাগরপুরে উন্নয়ন প্রকল্পে সাড়ে তিন কোটি টাকার বরাদ্দ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | ২১ নভেম্বর ২০২৩, ১২:১২

ফাইল ছবি

টাঙ্গাইলের নাগরপুর “উপজেলা শহরে (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প” (১ম সংশোধিত) এর আওতায় বিভিন্ন প্রকল্পের জন্য সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে।


প্রকল্প সমুহ হচ্ছে, নাগরপুর হাসপাতাল ইউপিসি অফিস পানান বাজার ভায়া মিয়া বাড়ি রোড, নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ হতে মীরনগর রোড, নাগরপুর মির্জাপুর রোড, বাবনাপাড়া নঙ্গীনাবাড়ি রোডসহ নাগরপুর কাঁচা বাজার-কসাই খানা, শাহজানি বাজারে কসাই খানা, নাগরপুর, তেবারিয়া ও পাকুটিয়া বাজারে পাবলিক টয়লেট এর জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, আশা করি এ মাসের শেষ দিকে রাস্তার কাজগুলোসহ নাগরপুর কাঁচা বাজার, কসাই খানা ও পাবলিক টয়লেটের কাজ শুরু হবে। ইতিমধ্যে সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে আমি জনগণের কাছে এ ধরনের প্রকল্পের জন্য নির্বাচনী ওয়াদা দিয়েছিলাম। প্রায় সকল কাজই দৃশ্যমান বাকী কাজ গুলো ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর সম্পন্ন হবে।  



আপনার মূল্যবান মতামত দিন: