গাছ সরানোর পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৮ নভেম্বর ২০২৩, ১০:০২

ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর পড়ে যাওয়া গাছ সরানো হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে গাছ সরানোর পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কালিসীমা এলাকায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় চট্টগ্রামগামী ননস্টপ ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় আটকা পড়ে। ঢাকাগামী মহানগর গোধূলি আধাঘণ্টা বিলম্ব ছেড়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, রেললাইনের ওপর থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: