কমেছে ঝড়ো হাওয়া, মোংলা বন্দরে কার্যক্রম স্বাভাবিক

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ১৭ নভেম্বর ২০২৩, ২২:৪৩

কমেছে ঝড়ো হাওয়া, মোংলা বন্দরে কার্যক্রম স্বাভাবিক
ঘূর্ণিঝড় 'মিধিলি' উপকূলে আঘাত হেনে ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে মোংলা সমুদ্র বন্দর ও তৎসংলগ্ন এলাকায় সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
 
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা নাগাদ ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি কমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মোংলা বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও সন্ধ্যা থেকে স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহিন মজিদ।
 
তিনি বলেন, বন্দরে ১৪টি জাহাজ রয়েছে। বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। তবে জাহাজের চালকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া মোংলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
তবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া স্থায়ী না হলে ক্ষয়ক্ষতি কম হবে বলে মনে করছেন স্থানীয়রা।
 
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী শনিবার (১৮ নভেম্বর) নাগাদ আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।
 


আপনার মূল্যবান মতামত দিন: